নেটফ্লিক্সের ‘দ্য আর্চিস’ দিয়ে বলিউডে অভিষেকের পরপরই আইনি ঝামেলায় পড়েছেন সুহানা খান। শাহরুখ খানের কন্যা এই অভিনেত্রী সম্প্রতি ভারতের আলিবাগে একটি জমি কেনার পর জড়িয়ে পড়েছেন জমি সংক্রান্ত বিতর্কে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, প্রায় ১৩ কোটি রুপি মূল্যের একটি জমি কিনেছেন সুহানা, যা সরকারি রেকর্ড অনুযায়ী শুধুমাত্র কৃষিজমির জন্য নির্ধারিত। অথচ সুহানা নিজেকে কৃষক পরিচয়ে নথিভুক্ত করে ওই জমি কিনেছেন, তা এখন প্রশ্নবিদ্ধ।
সুহানার দাবি, তিনি জমিটি কিনেছেন তিন বোন- অঞ্জলি, রেখা ও প্রিয়ার কাছ থেকে। তারা এই জমি পেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে তাদের বাবা-মায়ের কাছ থেকে।
জমি কেনার প্রক্রিয়ায় সুহানা ইতিমধ্যে ৭৮ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি পরিশোধও করেছেন। তবে মূল প্রশ্ন উঠেছেএই জমি কিনতে হলে কৃষক হতে হয়, আর সুহানাকে কৃষক দেখানো হলেও তার প্রকৃত পরিচয় নিয়ে শুরু হয়েছে জটিলতা।
জমির প্রকৃত মালিকানা, ক্রেতার পরিচয় ও জমির ব্যবহারের উদ্দেশ্য সব কিছু নিয়েই শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্ত। স্থানীয় প্রশাসন জানিয়েছে, খুব শিগগিরই তদন্তের রিপোর্ট জমা দেওয়া হবে।
সুহানা বর্তমানে শাহরুখ খানের সঙ্গে নতুন বলিউড সিনেমা ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। তবে জমি বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত সুহানা বা শাহরুখ পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
বিডি প্রতিদিন/মুসা