ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ফরিদপুর-৩ (সদর) আসনে প্রচার-প্রচারণা চলছে। বিএনপি, জামায়াত, খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীরা রয়েছেন মাঠে। বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা হলেন- মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও ঢাকা উত্তর মহিলা দলের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহাবুবুল হাসান ভূঁইয়া পিংকু। জামায়াতে ইসলামীর প্রার্থী কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব। এ ছাড়া খেলাফত মজলিশের ফরিদপুর শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি কামরুজ্জামান, ইসলামী আন্দোলনের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কে এম সারোয়ার এ আসনে সম্ভাব্য প্রার্থী।
বিএনপির প্রয়াত নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফের উত্তরসূরি হিসেবে মাঠ রয়েছেন তার বড় মেয়ে চৌধুরী নায়াব ইউসুফ। তিনি বলেন, এ আসন থেকে আমার আব্বা একাধিকবার নির্বাচিত হয়েছেন। বিএনপির ঘাঁটি হিসেবে গড়ে তুলেছেন। আমি মনে করি হাই কমান্ড আমাকে ধানের শীষ প্রতীক উপহার দেবে। সৈয়দ মোদাররেস আলী ইছা বলেন, সুখে-দুঃখে নেতা-কর্মীদের পাশে রয়েছি। ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম। জুলুম-নির্যাতন সহ্য করে দলকে শক্তিশালী অবস্থানে এনেছি। দল অবশ্যই আমাকে মূল্যায়ন করবে।
মাহাবুবুল হাসান ভূঁইয়া পিংকু বলেন, জীবন বাজি রেখে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছি। হামলা-মামলার শিকার হয়েছি। দলের দুঃসময়ে নেতা-কর্মীদের পাশে থেকেছি। জেলে থাকা এবং মামলা মাথায় নিয়ে পলাতক নেতা-কর্মীদের পরিবারকে আর্থিক সহযোগিতা দিয়েছি। আশা করি, হাইকমান্ড দলের প্রতি এ আত্মত্যাগ মনে রেখে আমাকে ধানের শীষ প্রতীক উপহার দেবে।
জামায়াতের প্রার্থী অধ্যাপক আবদুত তাওয়াব দীর্ঘদিন শিক্ষকতা পেশায় থাকলেও সামাজিক কর্মকাে সরব থেকেছেন। তিনি বলেন, ন্যায়ভিক্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। গ্রামাঞ্চলের মানুষের সঙ্গে কথা বলছি। তারা সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দিতে চায়।
জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মুফতি কামরুজ্জামান বলেন, মানুষ পরিবর্তন চায়।
আমরা বোঝানোর চেষ্টা করছি- ক্ষমতা ওলামাদের হাতে থাকলে সমাজে শান্তিশৃঙ্খলা বজায় থাকবে। ঘুষ, দুর্নীতি বন্ধ এবং ছেলেমেয়েরা বিরত থাকবে অসামাজিক কাজ থেকে।
জাতীয় নাগরিক পার্টির জেলার যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ হোসেন বলেন, এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। ঘোষণার পরই আমরা প্রচারণা চালাব।