প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘যখন ক্রাইসিস হয় তখনই শুধু আমাদের ডাকেন।’ গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভাপতিত্ব করেন জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব।
মান্না বলেন, আমরা ড. ইউনূসের সঙ্গে দেখা করে প্রস্তাব করলাম যে, আপনার উচিত হবে সব পার্টিকে নিয়ে একটা কাউন্সিল করা। যখন প্রয়োজন হবে সবাইকে ডেকে একসঙ্গে বসে কথা বলবেন। কোনো ক্রাইসিস দেখা দিলে তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়ে দেশ চালাবেন। কিন্তু একদিনও সেটি করলেন না। যখন ক্রাইসিস হয় তখন শুধু আমাদের ডাকেন।
তিনি আরও বলেন, আলাদা করে তিন দল, সাত দলকে না ডেকে একবারে সব দলকে ডাকেন। ডেকে বলেন, এই হলো বাংলাদেশের চিত্র। আমি চাই আপনারা আমাকে সাহায্য করেন, যেন এই ভোটটা আমি করতে পারি। শুধু রাজনৈতিক দল না, যত স্টেকহোল্ডার আছে- আর্মি, পুলিশ সবাইকে ডেকে কথা বলেন। মান্না বলেন, নির্বাচন ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। ফ্যাসিবাদী শক্তির উত্থান রোধ করতে হলে সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, জনগণ ভোট দিয়ে ঠিক করবে বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে। কোন পদ্ধতিতে নির্বাচন হবে, সংসদের কাঠামো কী হবে, ক্ষমতার বিন্যাস কাঠামো কী হবে।
যেসব বিষয়ে একমত হয়েছি সেটাও জনগণের অনুমোদন নেওয়া দরকার। যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট বা পার্থক্য আছে সেটা নিয়েও জনগণের কাছে যাওয়া দরকার। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকারের রাজনৈতিক সদিচ্ছার ঘাটতির কারণে নির্বাচনি প্রক্রিয়া নিয়ে সন্দেহ বাড়ছে।