বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্রিসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় গ্রিস বিএনপির আহ্বায়ক কমিটির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান আহ্বায়ক ফারুক মিয়া, সঞ্চালনা করেন সদস্য সচিব আশরাফ উদ্দিন ঠাকুর টিপু।
সভার শুরুতেই কোরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন গ্রিস বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক সুফি।বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি ও গ্রিস বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান, বাংলাদেশ কমিউনিটির সাবেক সভাপতি ও গ্রিস বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, জসিম উদ্দিন, হাফেজ আহমদ, ইদ্রিস আলী আজিজ, মোক্তার হোসেন প্রমুখ।
বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। গান পরিবেশন করেন জিসা শ্যাম ও দোয়েল সংগঠনের সদস্যরা।এর আগে গ্রিসে বেড়ে ওঠা বাংলাদেশি শিক্ষার্থীরা বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল