পরিকল্পনার অভাব, প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকা এবং যথাযথ তদারকির ঘাটতির কারণে বান্দরবানের পুরনো বাসস্ট্যান্ড ও নতুন আধুনিক বাস টার্মিনালের সংযোগ টানেল ওয়েটি উদ্বোধনের দুই বছরের মধ্যেই প্রায় অকার্যকর হয়ে পড়েছে।
টানেলের ভেতরে পর্যাপ্ত আলোকসজ্জা না থাকায় দিনের বেলাতেও যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। পাশাপাশি বাস ও ট্রাকের অবৈধ পার্কিং এবং ছাদের ফাঁক দিয়ে পানি পড়ে ভেতরে কাদার সৃষ্টি হওয়ায় টানেলটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।
পর্যবেক্ষণে দেখা গেছে, আরসিসি ঢালাইয়ের জয়েন্ট দিয়ে পানি পড়ে প্রায় ৫০০ ফুট দীর্ঘ টানেল ওয়েটি কর্দমাক্ত হয়ে থাকে। যদিও সাম্প্রতিক সময়ে পানি নামানোর জন্য পিভিসি পাইপ বসানো হয়েছে, তবু সমস্যার সমাধান হয়নি।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াসির আরাফাত জানান, এটি প্রকৃত অর্থে কোনো টানেল নয়, বরং সংযোগ সড়ক। ছাদের জয়েন্ট দিয়ে পানি পড়ার কারণে পাইপ বসানো হয়েছে। এছাড়া বৃষ্টির সময় পাহাড় থেকে মাটি ভেসে এলে তা দ্রুত অপসারণ করা হয়।
তিনি আরও জানান, সৌরচালিত লাইট চুরি হয়ে যাওয়ায় কিছুদিন টানেলটি অন্ধকারে ছিল। পরবর্তীতে নতুন লাইট বসানো হলেও চুরি ও অকার্যকারিতা সমস্যার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ২০১৮-২০২০ মেয়াদে ৫ কোটি এবং ২০২০-২০২৩ মেয়াদে আরও ৬ কোটি টাকা ব্যয়ে টানেল ওয়েটি নির্মাণ করা হয়। ২০২৩ সালের ২৭ অক্টোবর তৎকালীন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এটি উদ্বোধন করেন। নির্মাণকাজ বাস্তবায়ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম ট্রেডার্স, যার নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগ নেতা রাজু বড়ুয়া।
সূত্র বলছে, দলীয় প্রভাবের কারণে প্রকৌশলীরা যথাযথভাবে কাজ তদারকি করতে পারেননি, ফলে ছাদের সাথে দেয়ালের সংযোগস্থলে পানি ঢোকার সুযোগ তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. ফোরকান জানান, দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হয় এবং কর্দমাক্ত রাস্তায় মোটরসাইকেল চলাচলে ঝুঁকি থাকে। আরেক বাসিন্দা কামাল উদ্দিন বলেন, বৃষ্টির পানি জমে কর্দমাক্ত হওয়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে।
উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, টানেল ওয়েটি বান্দরবান পৌরসভায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পৌরসভার সম্মতি মিললেই তা দ্রুত হস্তান্তর করা হবে।
স্থানীয়রা দ্রুত সংস্কার করে টানেল ওয়েটিকে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল