রাজধানীর দক্ষিণখানে পরকীয়া সন্দেহে সাবেক স্বামীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে আকলিমা আক্তার (৩৩) খুন হয়েছেন। গত সোমবার রাত সোয়া ১২টার দিকে দেওয়ানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিলে। এ ঘটনায় তার সাবেক স্বামী মাসুদ আলমকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে।
নিহতের মেয়ে শেখ সাইরী বলেন, দেওয়ানবাড়ি এলাকার পাকারমাথায় একটি বাড়ির চতুর্থ তলায় তারা থাকেন। অনেকদিন আগে তার বাবা তার মাকে তালাক দিয়ে চলে যান। কয়েক বছর আগে মাসুদ নামে এক ব্যক্তিকে বিয়ে করেন মা। বিয়ের পরে মাসুদকে নিজের টাকা খরচ করে দুবাই পাঠান মা। কিন্তু দুবাই গিয়ে মাকে ভুলে যান মাসুদ। ৪-৫ মাস আগে মাসুদ দেশে এলে মা তাকে তালাক দেন। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল। গত সোমবার রাতে মাসুদ বাসায় এসে মায়ের মাথায় ও দুই হাতে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। দ্রুত মাকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দক্ষিণখান থানার এসআই আনোয়ার হোসেন জানান, আট বছর আগে মাসুদ ও আকলিমা প্রেম করে বিয়ে করেন। উভয়েরই এটা ছিল দ্বিতীয় বিয়ে। আকলিমার প্রথম স্বামীর সংসারে সন্তান ছিল। বিয়ের দীর্ঘদিন পর মাসুদ দুবাই চলে যান। আর আকলিমা একটি কাপড়ের দোকান পরিচালনা করতেন। বিদেশ গিয়ে মাসুদ জানতে পারে আকলিমা আরেকজনের সঙ্গে পরকীয়ায় লিপ্ত।
এমনকি গোপনে তারা বিয়েও করেছে বলে তাকে সন্দেহ করতে থাকেন। এসব নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলছিল।