পাকিস্তানের পেশোয়ারে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে সম্প্রতি মুশতাক আহমেদ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, হত্যাকারী আসফাক মুশতাককে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ ছিলেন।
জানা যায়, একটি ঘটনাকে কেন্দ্র অরে তর্কের জেরে মুশতাক আহমেদ গ্রুপ থেকে বের করে দেন আসফাককে। এরপর দুই পক্ষের মধ্যে বিবাদ নিরসনের জন্য বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালীন আসফাক হঠাৎ গুলি চালিয়ে মুশতাককে হত্যা করেন।
নিহত মুশতাকের ভাই জানান, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ পড়ার কারণে আসফাক খুবই ক্ষুব্ধ ছিল। এই ক্ষোভ থেকেই সে মুশতাককে গুলি করে হত্যা করে।
তথ্য সূত্র - ফ্রান্স ২৪।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ