ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, সবচেয়ে বেশি সংস্কার করেছে বিএনপি। একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
শনিবার কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে এ সব কথা বলেন অধ্যাপক ডা ফরহাদ হালিম ডোনার।
তিনি বলেছেন, সংস্কারের কথা বলতে হলে প্রথমেই আসে প্রেসিডেন্ট সরকার ব্যবস্থা থেকে পার্লামেন্টরিয়ান গভর্নমেন্ট নিয়ে এসেছেন বেগম খালেদা জিয়া। দুই বছর আগেই সংস্কারের কর্মসূচি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরেক রহমান। তিনি বিএনপির পক্ষ থেকে সংস্কারের প্রস্তাব দিলেও সকল দলের পরমর্শ নিলেন যারা স্বৈরাচার হাসিনা বিরোধী। সবার সাথে বসে তিনি সিদ্ধান্ত নিলেন। এরপরই জনতা একত্রিত হলো। সেই সংস্কার প্রস্তাবে সকল কিছুই রয়েছে। রাষ্ট্র পরিচালনা থেকে সংসদ পরিচালনা সকল কিছুই রয়েছে। পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, আইনের শাসন কীভাবে প্রতিষ্ঠা করতে হবে সকল কিছুই রয়েছে।
তিনি আরও বলেন, আমাদের অর্থনীতির চাবিকাঠি বলি গার্মেন্টস সেক্টরকে। এর সংস্কার করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিএনপিই সংস্কার করে। এজন্য যতবার এদেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি ক্ষমতায় এসেছে। এ কারণে নির্বাচনও হবে একই সাথে পতিত স্বৈরাচারের বিচারও হতে হবে। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো দ্রুত একটি নির্বাচন দিন।
তিনি আরও বলেন, আরেকটা বিষয় আসছে যে স্থানীয় নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে। এখানে কোন দ্বিমত থাকতে পারে না যে অবশ্যই অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে। এই নির্বাচন নিয়ে বিতর্কের কোন মানে নাই। একটা বিষয় সকলকে শাথায় রাখতে হবে আমরা এমন কোন কাজ করবো না যাতে করে আমরা জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে যাই।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন