ব্যস্ততার এই জীবনে নিজের যত্ন নেওয়ার সময় পায় না অনেকেই। কিন্তু ছুটির দিনটি হতে পারে ত্বকের যত্ন নেওয়ার এক দারুণ সুযোগ। সারা সপ্তাহের ক্লান্তি দূর করে ত্বকে ফিরিয়ে আনতে পারেন প্রাকৃতিক উজ্জ্বলতা। ঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা যায় ফেসপ্যাক, যা ত্বককে রাখবে সতেজ ও উজ্জ্বল।
১. মধু ও দইয়ের ফেসপ্যাক:
এক টেবিল চামচ টক দইয়ের সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে নিন। মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বকের ময়েশ্চার ধরে রাখে ও ত্বককে করে মসৃণ।
২. বেসন ও হলুদের ফেসপ্যাক:
এক চা চামচ বেসন, এক চিমটি হলুদ ও কিছুটা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও দাগ-ছোপ কমায়।
৩. অ্যালোভেরা ও গোলাপজল:
এক চা চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বককে ঠান্ডা রাখে ও রোদে পোড়া দাগ হালকা করে।
৪. কলা ও মধুর ফেসপ্যাক:
অর্ধেক কলা চটকে তার সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি শুষ্ক ত্বকের জন্য আদর্শ, ত্বককে করে নরম ও উজ্জ্বল।
ছুটির দিনে অল্প সময়ের এই যত্ন ত্বকের ক্লান্তি দূর করে এনে দিতে পারে প্রাকৃতিক দীপ্তি। তাই নিয়মিত এসব ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করলে কেমিক্যাল ছাড়াই ত্বক থাকবে সুন্দর ও প্রাণবন্ত।
বিডি-প্রতিদিন/তানিয়া