প্রকৃতিতে চলছে শরৎকাল। এর মাঝে পঞ্চগড়ের আকাশে সৌন্দর্য মেলে ধরতে শুরু করেছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। এর মোহনীয় সৌন্দর্য উপভোগ করতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রতিদিন ভিড় করছেন পর্যটকরা। পঞ্চগড়বাসী দীর্ঘকাল ধরে ভোরের চায়ে চুমুক দিতে দিতে এই শৃঙ্গের সৌন্দর্য উপভোগ করে আসছেন। শরৎ, হেমন্ত আর শীতে দেখা মেলে এই মহাশুভ্র নায়কের। কখনো কখনো বছরের অন্য সময়েও আকাশের বুক চিরে উঁকি দেয় কাঞ্চনজঙ্ঘা।
তেঁতুলিয়ার ডাকবাংলো এলাকা, মহানন্দা, ভেরসা, করতোয়া, ডাহুক নদীর পাড় এবং বিভিন্ন গ্রাম থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। বরফের এই পাহাড় থেকে নেমে এসেছে চারটি নদী। হিমালয় আর কাঞ্চনজঙ্ঘার পানির ধারাও বয়ে যাচ্ছে সমতলের মাটির গভীর দিয়ে। সেজন্য এই অঞ্চলের পানি দেশের সর্বোৎকৃষ্ট সুপেয়।
স্থানীয়রা জানান, কাঞ্চনজঙ্ঘা দেখা গেলে সারা দেশের পর্যটকরা ছুটে আসেন তেঁতুলিয়ায়। তখন উৎসবের মতো পরিবেশ সৃষ্টি হয়। এই বরফের পাহাড়ের কারণে শীতের আমেজ আর কুয়াশা এখন পুরো পঞ্চগড়কে আবেশময় করে তুলেছে। তবে বছরজুড়ে এখানে পর্যটকের ভিড় থাকলেও এখনো পর্যটন কেন্দ্রিক উন্নয়ন ঘটেনি।