উত্তরবঙ্গের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে এখন পড়তে শুরু করেছে শীতের আমেজ। দিন দিন নামছে তাপমাত্রার পারদ, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বইছে হিমেল হাওয়া। মাঠ-ঘাটে পড়ছে শিশিরের ছোঁয়া। বুধবার (১২ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে চারপাশ। বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকায় সূর্যের আলো ভূপৃষ্ঠে পুরোপুরি পৌঁছাতে পারছে না, ফলে রাতে দ্রুত ঠান্ডা পড়ে এবং ভোরে ঘন কুয়াশা তৈরি হচ্ছে। এ ধরনের আবহাওয়া সাধারণত শীত ও গ্রীষ্মের সন্ধিক্ষণে দেখা যায়। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবেও এমন পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এর আগের দিন (মঙ্গলবার) একই স্থানে তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস কমে গেছে তাপমাত্রা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, বর্তমানে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। নভেম্বরের শেষ দিকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। এরপর ডিসেম্বরজুড়ে পঞ্চগড় ও আশপাশের জেলায় একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল