জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদের মনোনয়নপত্র বিতরণ শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টায়। পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৩, ১৬ ও ১৭ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত জকসুর অস্থায়ী কার্যালয় (শহিদ সাজিদ ভবনের নিচতলায় পুরাতন আইসিকিউ কক্ষ) থেকে মনোনয়নপত্র বিতরণ করবে নির্বাচন কমিশন।
বুধবার রাতে মুঠোফোনে জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী কাল থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবে। সেক্ষেত্রে তাদের সুবিধার কথা চিন্তা করে ব্যাংকের মধ্যে না গিয়ে সরাসরি নগদ টাকা দিয়ে সংগ্রহ করা যাবে মনোনয়নপত্র।
প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, কোনো ধরনের রাজনৈতিক বা কোনো ঝামেলা নেই। সুতরাং কাল থেকে যথাসময়ে শিক্ষার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করবে। সেক্ষেত্রে কেউ না আসলে সেটা ভিন্ন বিষয়। বড় কোনো সমস্যা সৃষ্টি না হলে আমরা যথাসময়ে আসব।
তিনি বলেন, কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্রের ফি ৩০০ টাকা ও হল সংসদের জন্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের প্রার্থীরা নির্বাচন কমিশনের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিবেন।
এর আগে, গত ৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর ভোটার তালিকা আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হয়। এ ছাড়া ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা রয়েছে। আর আগামীকাল ১৩ নভেম্বর ও ১৬, ১৭ নভেম্বর চলবে মনোনয়নপত্র বিতরণ, ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং ২৪, ২৫ ও ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।
এছাড়া ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে ও ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ৪ ডিসেম্বর, ৭ ডিসেম্বর ও ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এদিকে প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর। এরপর ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা করবেন। আর ২২ ডিসেম্বর ভোটগ্রহণ হবে।
তফসিল অনুযায়ী অনুযায়ী নির্বাচনের দিনেই ভোট গণনা ও ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা হবে।
বিডি প্রতিদিন/এমআই