বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জামায়াত একটি মুনাফিকের দল। তারা ধর্মকে ব্যবহার করে দেশের ধর্মভীরু মানুষকে ভুল পথে চালানোর অপচেষ্টা করছে। ধর্ম নিয়ে রাজনীতি করে ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে।
বুধবার সন্ধ্যার পর বিএনপি দলীয় মনোনয়ন পাবার পর প্রথম সিরাজগঞ্জে আসার পর শহর বিএনপি আয়োজিত শহরের ট্রাক টার্মিনালে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে জামায়াতকে রাজনীতির সুযোগ করে দিয়েছিল। অথচ সেই জামায়াত আজ জিয়াউর রহমানের দল বিএনপিকে চোখ রাঙিয়ে কথা বলে।
তিনি বলেন, জামায়াত ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধী ছিল। তারা আলবদর-আল শামস গঠন করে আমাদের মা-বোনদের পাকিস্তানীদের হাতে তুলে দিয়েছিল। লাখো মানুষকে হত্যা করেছিল। কিন্তু এখনো পর্যন্ত ক্ষমা চায়নি।
টুকু বলেন, জামায়াতের আমির বলেছেন গণভোট না হলে আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন হবে না। কিন্তু জনগণের চাহিদা অনুযায়ী ফেব্রুয়ারী প্রথম সপ্তাহেই নির্বাচন হবেই হবে।
তিনি বলেন, জামায়াতের নেতাকর্মীরা তালিমের নামে নানা প্রলোভন দেখাচ্ছে। মা-বোনসহ আপনারা তাদের মিষ্টি কথায় ভুলবেন না।
টুকু বলেন, আমরা যখন যুদ্ধ করেছিলাম তখন যুদ্ধ শেষে আমরা ক্ষমতার ভাগ চাইনি। আমরা যুদ্ধ শেষে ক্যাম্পাসে ফিরে গিয়েছিলাম।
তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তখন দেশের মানুষ স্লোগান দিয়েছিল আর খাব না আটার জাই নৌকা মার্কায় ভোট নাই।
টুকু বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমার ওপর আস্থা রেখে আমাকে দুটি কারণে মনোয়ন দিয়েছেন। এক বাংলাদেশের মানুষের স্বার্থরক্ষা করার জন্য এবং দেশের মানুষের সেবা করা জন্য। আমি দুটোই পালন করবো।
তিনি বলেন, বিএনপি দেশের সবচেয়ে বড় দল, লড়াকু দল। বিগত ১৬ বছর আওয়ামী লীগ নির্যাতন করে বিএনপিকে শেষ করতে পারেনি। তাই কেউ বিএনপিকে ধ্বংস করতে পারবে না।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, শহর বিএনপির সভাপতি সেলিম ভুইয়া, সাধারণ সম্পাদক মুন্সী জাহিদ আলম প্রমুখ।
বিডি প্রতিদিন/নাজিম