বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৩৭ কেজি ওজনের সামুদ্রিক মাছ ‘কালো পোয়া’। স্থানীয়দের কাছে এটি ‘দাঁতিনা’ বা ‘ব্ল্যাক ডায়মন্ড’ নামে পরিচিত।
বুধবার দুপুরে দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎস্য বন্দর মহিপুরের মনোয়ারা ফিশে অন্যান্য মাছের সাথে নিয়ে আসে। পরে নিলামের মাধ্যমে মাছটি ১ লাখ ১১ হাজার টাকায় বিক্রি করে। গত দুই দিন আগে গভীর সমুদ্রে আল্লাহর দান ট্রলারের মাঝি তরিকুলের জালে এ মাছটি ধরা পাড়ে। চলতি বছর আলীপুর মহিপুর মৎস্য বন্দরে এই প্রজাতির আরও ৫টি মাছ বিক্রি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা।
ওয়ার্ল্ডফিশ এর গবেষণা সহকারী মো.বখতিয়ার রহমান জানান, এটি একটি কালা বা তিলা পোয়া যার বৈজ্ঞানিক নাম Protonibea diacanthus, যা সাধারণভাবে ভোলা মাছ বা ব্ল্যাক জুয়েলফিশ নামেও পরিচিত। এটি বঙ্গোপসাগরের উপকূল ও মোহনায় পাওয়া যায়। সাধারণত এর ওজন ২০ থেকে ৫০ কেজি পর্যন্ত হয়। তবে কিছু মাছ ৭০ কেজিরও বেশি বড় হয়। মাছটির সবচেয়ে মূল্যবান অংশ হলো এর air bladder (মাছের থলি), যা ওষুধ ও কসমেটিক শিল্পে ব্যবহৃত হয় এবং বিদেশে অনেক দামে বিক্রি হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, জেলেরা ৩৭ কেজি ওজনের একটি দাঁতিনা বা কালো পোয়া পেয়েছেন, এটি অত্যন্ত আনন্দের সংবাদ। তবে এমন মাছ সচরাচর পাওয়া যায় না।
বিডি প্রতিদিন/এএম