অতিরিক্ত বিচারক থেকে হাই কোর্টে স্থায়ী নিয়োগ পাওয়া ২২ বিচারপতির মধ্যে ২১ জন শপথ নিয়েছেন। গতকাল দুপুরে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। এ সময় আপিল ও হাই কোর্ট বিভাগের বিচারপতি, সুপ্রিম কোর্টের কর্মকর্তা ও শপথ নেওয়া বিচারপতিদের স্বজনরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির নির্দেশে গত মঙ্গলবার স্থায়ী নিয়োগ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি ২২ বিচারপতিকে স্থায়ী নিয়োগ দিয়েছেন। জুলাই অভ্যুত্থানের পর গত বছর ৮ অক্টোবর হাই কোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পেয়েছিলেন তারা। শপথের দিন থেকে তাদের নিয়োগ কার্যকর হবে।
স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেওয়া ২১ বিচারপতি হলেন- বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, বিচারপতি মো. মনসুর আলম, বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর, বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা, বিচারপতি মো. যাবিদ হোসেন, বিচারপতি মুবিনা আসাফ, বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম, বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা, বিচারপতি মো. আবদুল মান্নান, বিচারপতি তামান্না রহমান, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ, বিচারপতি মো. হামিদুর রহমান, বিচারপতি নাসরিন আক্তার, বিচারপতি সাথিকা হোসেন, বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, বিচারপতি মো. তৌফিক ইনাম, বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমন, বিচারপতি শেখ তাহসিন আলী, বিচারপতি ফয়েজ আহমেদ, বিচারপতি মো. সগীর হোসেন ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী। অসুস্থ থাকায় বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন শপথ নিতে পারেননি।
৬৭ বেঞ্চ পুনর্গঠন করলেন প্রধান বিচারপতি : বিচারকাজ পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের ৬৭ বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গতকাল তিনি এসব বেঞ্চ পুনর্গঠন করেন। পরে এ-সংক্রান্ত আদেশটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এতে বলা হয়, আগামী ১৬ অক্টোবর রবিবার সকাল সাড়ে ১০টা থেকে হাই কোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য এসব বেঞ্চ গঠন করা হলো। ৬৭টি বেঞ্চের মধ্যে দ্বৈত বেঞ্চ ৩৬টি। বাকিগুলো একক বেঞ্চ।