জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা এবার লিখিত পদ্ধতির পরিবর্তে শুধুমাত্র এমসিকিউ পদ্ধতিতে হবে। একইসাথে এবারের ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে আলাদা তিন বিভাগীয় শহরে একইদিনে অনুষ্ঠিত হবে।
বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য অধ্যাপক মো. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য বলেন, লিখিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিলে সবার খাতা একভাবে মূল্যায়ন করা সম্ভব হয় না। দেখা যায় একজন শিক্ষার্থীর খাতা একেকজন শিক্ষক দেখে সেক্ষেত্রে তাদের মনস্তাত্ত্বিক চিন্তা ও উত্তরের সাথে নম্বরের পার্থক্যের তারতম্য দেখা যায়। এজন্য আমরা এবার লিখিত পদ্ধতি বাদ দিয়ে শুধুমাত্র এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরও বলেন, এমসিকিউ পদ্ধতি গতানুগতিক কোনো নিয়মে হবে না। যে-কোনো শিক্ষার্থী মুখস্থ বিদ্যা দিয়ে সহজে উত্তর দিয়ে দিবে। আমরা গতানুগতিক ধারার বাহিরে গিয়ে ধারনাগত বা চিন্তাগত পদ্ধতিতে এমসিকিউ পরীক্ষার প্রশ্ন তৈরি করব। সেক্ষেত্রে শিক্ষার্থীরা প্রশ্নের উত্তর দেওয়ার সময় পাঠ্য বইয়ের সাথে নিজস্ব চিন্তাভাবনার সামঞ্জস্য করে উত্তর করতে হবে। কেউ চাইলেও কারো কাছ থেকে দেখাদেখি বা একই উত্তরপত্র দেখে দাগানোর সময় পাবে না।
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন বলেন, এবার শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা ও অন্যন্যা নিরাপত্তার বিষয় চিন্তা করে আমরা ঢাকার বাইরে আলাদা তিনটি বিভাগীয় শহরে একইসাথে ভর্তি পরীক্ষা নেব। শহর তিনটি হলো রাজশাহী, খুলনা ও কুমিল্লা। যথাক্রমে রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, খুলনাতে খুলনা বিশ্ববিদ্যালয়ে এবং কুমিল্লাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একই প্রশ্নে একসাথে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অধ্যাপক মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া বলেন, এবার সর্বমোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। এরমধ্যে এমসিকিউতে নম্বর থাকবে ৭২ এবং (এসএসসি বা সমমান) মাধ্যমিক পরীক্ষায় জিপিএ তে ১০ এবং (এইচএসসি বা সমমান) উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ তে ১৮ নম্বর বরাদ্দ থাকবে।
তিনি আরও বলেন, প্রতিটি অনুষদে ৭২ নম্বরের পরীক্ষা হবে আলাদা তিনটি বিষয়ে প্রতি বিষয়ে ২৪ নম্বর করে। ব্যবসায় শিক্ষা অনুষদে যথাক্রমে ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা মিলিয়ে তিন বিষয়ে পরীক্ষা হবে। কলা অনুষদে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান তিন বিষয়ে পরীক্ষা হবে। সামাজিক বিজ্ঞান অনুষদে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও গানিতিক বুদ্ধিমত্তা তিন বিষয়ে মিলিয়ে পরীক্ষা হবে। বিজ্ঞান অনুষদে রসায়ন, পদার্থ বিজ্ঞান বাধ্যতামূলক এবং গনিত ও জীববিজ্ঞান থেকে যে-কোনো একটা বিষয় নিয়ে মোট তিন বিষয়ে পরীক্ষা হবে।
সেক্ষেত্রে কোনো শিক্ষার্থী নিজ বিভাগ পরিবর্তন করে অন্য বিভাগে পরীক্ষা দিলে অর্থাৎ ব্যবসায় শিক্ষা অনুষদে ইংরেজি, গানিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান এ তিন বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে।
বিডি প্রতিদিন/নাজিম