রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে লাঠি হাতে গণজমায়েত করেছেন রাকসুর নেতাকর্মীরা।
বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে জমায়েত শেষে ক্যাম্পাসে টহল দেন তারা।
রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আওয়ামী লীগ দেশে সহিংস কর্মকাণ্ডের পরিকল্পনা নিয়েছে। সেই আশঙ্কায় আমরা ক্যাম্পাসে অবস্থান নিয়েছি। শিক্ষার্থীদের নিরাপত্তায় আমরা প্রহরীর ভূমিকা পালন করব।
তিনি বলেন, যদি নিষিদ্ধ ছাত্রলীগ চোরাগোপ্তা হামলা চালানোর দুঃসাহস দেখায়, তাহলে তাদের কঠোর হস্তে দমন করা হবে। যেভাবে ১৬ জুলাই তাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছিল শিক্ষার্থীরা। এই ক্যাম্পাসে সন্ত্রাসের ঠাঁই নাই।
জিএস সালাউদ্দিন আম্মার বলেন, আওয়ামী লীগ যতবার নিজেদের শক্তিশালী দেখানোর চেষ্টা করবে, আমরা ততবারই ১৬ জুলাইয়ের মতো লাঠি হাতে দাঁড়াবো। কেউ যদি ক্যাম্পাসে ছাত্রলীগ পরিচয় দেয়, তাহলে তাকে ছাড় দেওয়া হবে না।
এর আগে, ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে অবরোধের সমর্থনে শেয়ার করা কিছু ছবি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বলে দাবি করা হয় এবং সেখানে অবরোধ সফল করার নির্দেশ নেওয়া ছিল। তবে ক্যাম্পাসে এমন পোস্টারিংয়ের তথ্য পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/নাজিম