আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশের অভিযোগে ১৩ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে ভারতীয় কোস্টগার্ড পুলিশ। একই সঙ্গে জব্দ করা হয়েছে ‘মায়ের দয়া’ নামে তাদের মাছ ধরার ট্রলারটিও। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গতকাল সন্ধ্যায় তাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ বৃহস্পতিবার গ্রেপ্তারদের আলিপুর আদালতে তোলা হতে পারে। কোস্টগার্ড সূত্রে জানা যায়, কয়েকদিন আগে মাছ ধরতে সমুদ্রে নামে বাংলাদেশি মৎস্যজীবীদের ওই দলটি। তবে পথ হারিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে ওই ট্রলারটি। গতকাল বঙ্গোপসাগরের টহলরত অবস্থায় ভারতীয় কোস্ট গার্ডের নজরে আসায় সেটি আটকানো হয়। এরআগে একই অভিযোগে চলতি সপ্তাহের গোড়ার দিকে দক্ষিণ ২৪ পরগনা জেলার খিরোদখালিতে আটক করা হয়ছিল অপর ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে।
জব্দ করা হয় তাদের ট্রলারটিও। আটককৃতদের সবাই ছিল বাংলাদেশের ভোলার বাসিন্দা। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পথ হারিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছে বলে জানিয়েছিল তারাও।