মাদক পাচারের সঙ্গে জড়িত অভিযোগে ভারতে আটক বাংলাদেশিসহ প্রায় ১৬ হাজার বিদেশি নাগরিককে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে প্রস্তুতি শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যেসব দেশের নাগরিকদের দেশে ফেরত পাঠানো হবে তাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশ, ফিলিপাইন, মিয়ানমার, মালয়েশিয়া, ঘানা এবং নাইজেরিয়ার নাগরিক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো এনসিবির প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে মাদকদ্রব্যের বিরুদ্ধে কেন্দ্রের এ পদক্ষেপ সবচেয়ে বড় অভিযানের একটি। আটক বিদেশি নাগরিকদের বিরুদ্ধে মাদক চোরাচালান থেকে সেগুলোর পরিবহনসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। বর্তমানে তারা ভারতের বিভিন্ন কারাগারে এবং ডিটেনশন ক্যাম্পে বন্দি আছেন।
অভিযুক্ত ব্যক্তিদের তালিকা ইতোমধ্যেই কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট এজেন্সিগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে। ভারতের নতুন অভিবাসন আইনের আওতায় তাদের প্রত্যর্পণ করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে জানানো হয়েছে, ভারতের মাদকচক্রের নেটওয়ার্ক ভেঙে ফেলা ও ‘মাদকমুক্ত ভারত’ অভিযানকে আরও শক্তিশালী করাই এ পদক্ষেপের লক্ষ্য।
কেন্দ্রীয় এজেন্সিগুলোর মতে, সাম্প্রতিক বছরগুলোতে মাদক পাচারে বিদেশি নাগরিকদের জড়িত থাকার ঘটনা দ্রুত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মহানগর শহর (সিটি) এবং উপকূলীয় রাজ্যগুলোতে তাদের কার্যকলাপের প্রমাণ পাওয়া গেছে। এ কারণেই সরকার এখন তাদের বিতাড়িত করার প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ করছে।