রাজবাড়ীর কালুখালীতে সাপের কামড়ে বাদশা শেখ (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে।
বাদশা শেখ ওই এলাকার মনর উদ্দিন শেখের ছেলে।
বাদশা শেখের ভাই খোকন শেখ জানান, বাদশা ভাই সকালে বাড়ির পাশে একটি খালে কচুরিপানা পরিষ্কার করতে গেলে তাকে সাপে কামড় দেয়। পরে তিনি চিৎকার দেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওঝার কাছে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহুয়া হক বলেন, আমরা সাপেকাটা রোগীদের ওঝার কাছে নেওয়ার ব্যাপারে বিভিন্ন সভা-সেমিনারে সচেতনতার জন্য কাজ করে থাকি। সাপেকাটা রোগীদের দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ ইউএনওর।
বিডি প্রতিদিন/কেএইচটি