আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঢাকার ৭ আসন ফাঁকা রেখে ৯৩টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চের অন্যতম শরিক দল গণসংহতি আন্দোলন (জিএসএ)। গতকাল রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় কমিটির পরিচিতি ও সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। এ সময় উপস্থিত ছিলেন দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাজনৈতিক পর্ষদের সদস্য তাসলিমা আখতার, হাসান মারুফ রুমীসহ কেন্দ্রীয় নেতারা।
ঘোষিত তালিকা অনুযায়ী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে নির্বাচন করবেন। দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল পাবনা-৪ ও ঢাকা-১০, আর দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য তাসলিমা আখতার ঢাকা-১২ আসন থেকে নির্বাচন করবেন।
সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি বলেন, ‘নির্বাচন বাংলাদেশের জন্য একটা অপরিহার্য ব্যাপার। সংস্কার বাস্তবায়ন করতে হলে আবশ্যিকভাবে নির্বাচন লাগবে। গণসংহতি আন্দোলনের প্রার্থীরা নিজ দলীয় প্রতীকেই নির্বাচন করবেন। কিন্তু কোনো দল যদি কোনো জোটের প্রতীকে নির্বাচন করতে চায়, সেই সুযোগটা রাখাও আমরা সমীচীন মনে করি।’ তিনি আরও বলেন, ‘সংশোধিত আরপিওতে প্রার্থীদের জামানতের টাকার অঙ্ক বৃদ্ধি করা হয়েছে। এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে, নির্বাচন পদ্ধতি ক্রমাগত অর্থনির্ভর হচ্ছে; যাদের অর্থের দিক থেকে কম সক্ষমতা আছে, তাদের জন্য বিষয়গুলো কঠিন হয়ে উঠছে।’
সংসদীয় আসনভিত্তিক গণসংহতি আন্দোলনের সম্ভাব্য প্রার্থী :
ব্রাহ্মণবাড়ি-৬ : জোনায়েদ সাকি, পাবনা-৪ ও ঢাকা-১০ : আবুল হাসান রুবেল, ঢাকা-১২ : তাসলিমা আখতার, চট্টগ্রাম-৯ : হাসান মারুফ রুমী, বরিশাল-৫ : দেওয়ান আবদুর রশীদ নীল, নারায়ণগঞ্জ-৫ : তরিকুল সুজন, ঢাকা-৭ : মনির উদ্দীন পাপ্পু, ঢাকা-৩ : বাচ্চু ভূঁইয়া, পাবনা-২ : জুলহাসনাইন বাবু, রাজশাহী-২ : অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, লালমনিরহাট-২ ও ৩ : দীপক কুমার রায়, টাঙ্গাইল-৬ : আলিফ দেওয়ান, নাটোর-১ : সেন্টু আলী, ময়মনসিংহ-১০ : একেএম শামসুল আলম, রংপুর-২ : মোফাখখারুল ইসলাম মুন, রংপুর-৩ : তৌহিদুর রহমান, মৌলভীবাজার-৪ : সৈয়দ সাইফুল ইসলাম, ময়মনসিংহ-৪ : মোস্তাফিজুর রহমান রাজীব, নওগাঁ-৫ : তোসাদ্দেক হোসাইন (সৈকত আরিফ), চট্টগ্রাম-৪ : জাহিদুল আলম আল-জাহিদ, চট্টগ্রাম-৬ : নাসির উদ্দীন তালুকদার, ঠাকুরগাঁও-২ : আশরাফুল ইসলাম, ঢাকা-১ : মিজানুর রহমান, খুলনা-২ : মুনীর চৌধুরী সোহেল, রাজশাহী-৩ : জুয়েল রানা, চাঁপাইনবাবগঞ্জ-৩ : নুরুদ্দীন, খুলনা-১ : অ্যাডভোকেট আজমল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ : নাহিদা শাহান, পিরোজপুর-৩ : অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম, ঢাকা-১৯ : তানভীর আহমেদ, পঞ্চগড়-১ : সাজেদুর রহমান সাজু, চট্টগ্রাম-৩ : তাহসিন মাহমুদ, ঢাকা-১৩ : মনিরুল হুদা বাবন, ঢাকা-২ : আবদুল জলিল, চট্টগ্রাম-১১ : সৈয়দ সালাহউদ্দীন শিমুল, খুলনা-১ : আল-আমিন শেখ, লক্ষ্মীপুর-২ : হাসান আল-মেহেদী, কক্সবাজার-১ : আরমানুল হক, নারায়ণগঞ্জ-১ : নাজমা বেগম, নারায়ণগঞ্জ-৪ : জাহিদ সুজন, টাঙ্গাইল-৫ : ফাতেমা রহমান বিথি, রাজশাহী-২ : জিন্নাত আরা সুমু, বরিশাল-১ : সাকিবুল ইসলাম, নীলফামারী-১ : মহব্বত হোসেন মিলন, ঢাকা-৮ : রুবেল মিয়া (হিমু ভাই), নারায়ণগঞ্জ-৩ : অঞ্জন দাস, ঢাকা-৫ : ময়েজ উদ্দীন, কুষ্টিয়া-৩ : এসএম ওয়াশিফ ফায়সাল, নওগাঁ-৪ : মোফাখখারুল ইসলাম মানিক, গাজীপুর-৬ : আবু সাকের মোহাম্মদ জাকারিয়া, বগুড়া-৪ : আবদুর রশীদ, জয়পুরহাট-২ : আরিফুল ইসলাম, দিনাজপুর-৫ : সুলতান মাহমুদ শিশির, গাইবান্ধা-১ : গোলাম মোস্তফা, নাটোর-৪ : তাহমিদা ইসলাম তানিয়া, দিনাজপুর-৪ : দ্বিজেন্দ্রনাথ রায়, কুড়িগ্রাম-১ : সাইফুর রহমান দুলাল, কুড়িগ্রাম-২ : রুস্তম আলী, শরীয়তপুর-৩ : বেলায়েত শিকদার, পাবনা-৫ : আজহারুল ইসলাম, গাজীপুর-২ : আমজাদ হোসেন, গাজীপুর-৩ : অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ, ঢাকা-১৪ : এফএম নুরুল ইসলাম, নীলফামারী-৩ : প্রদীপ রায়, মুন্সিগঞ্জ-৩ : ইলিয়াস জামান, ঢাকা-১৫ : মাহবুব রতন, কুমিল্লা-৬ : ইমরাদ জুলকারনাইন ইমন, মুন্সিগঞ্জ-২ : বিপ্লব খান, ব্রাহ্মণবাড়িয়া-৩ : আবু রায়হান খান, ঢাকা-১৬ : সাইফুল্লাহ সিদ্দিক রুমন, পটুয়াখালী-২ : আমজাদ হোসেন, মৌলভীবাজার-৩ : জুনেদ আহমেদ, সাতক্ষীরা-৪ : আলতাফ হোসেন, ঝিনাইদহ-১ : নজরুল ইসলাম, ফেনী-২ : কায়কোবাদ সাগর, কুমিল্লা-৯ : জহির রায়হান সাগর, বান্দরবান-১ : অ্যাডভোকেট রিপন চক্রবর্তী, ঢাকা-৮ : সেলিমুজ্জামান, ফেনী-২ : রিপন, চট্টগ্রাম-১০ : অপূর্ব নাথ, জামালপুর-৬ : কেরামত আলী, ঢাকা-৬ : আবু বক্কর রিপন, মানিকগঞ্জ-৩ : অধ্যাপক আবদুল কাদের, ময়মনসিংহ-১১ : খালেদ হোসাইন, গাজীপুর-৪ : জাহাঙ্গীর আলম পালোয়ান, মাদারীপুর-২ : রফিকুল ইসলাম রাসেল, ঝালকাঠি-২ : আবদুল কাদের খান, রংপুর-৪ : আবদুল কাদের, ময়মনসিংহ-৫ : নজরুল ইসলাম সরকার, কিশোরগঞ্জ-৫ : আল-আমীন রহমান, গাজীপুর-৫ : লোকমান হোসেন ও নড়াইল-১ রেহেনা পারভীন সুমি।