রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি মাসুদ মিয়া (৪৭) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার সুডিপুর বাজার এলাকায় পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মাসুদ গঙ্গাচড়ার উত্তর কোলকোন্দ মাস্টারপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান।
পুলিশ জানায়, গত ১৬ জুলাই দুপুরে প্রতিবেশী বাকপ্রতিবন্ধী ওই কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করে মাসুদ। কিশোরীর নানী হঠাৎ ঘরে ঢুকে তাকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান এবং মাসুদকে পালিয়ে যেতে দেখেন। ঘটনায় এলাকায় বিক্ষোভ ও মানববন্ধনের পর কিশোরীর নানী বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে আত্মগোপনে চলে যায় মাসুদ। পরে র্যাব-৬ ও গঙ্গাচড়া থানা পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার রাতে যশোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, ‘বুধবার রাত সোয়া ৮টায় আসামি মাসুদকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
বিডি-প্রতিদিন/আশফাক