টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা প্রদানে সারাদেশে চতুর্থ অবস্থানে রয়েছে রংপুর সিটি করপোরেশন। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলমান এ কর্মসূচিতে লক্ষ্যমাত্রা পূরণের বিষয়ে আশাবাদী কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রংপুর সিটি করপোরেশন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রশাসক আশরাফুল ইসলাম জানান, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী মোট ২ লাখ ১০ হাজার ৭১৯ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ১ লাখ ৭১ হাজার ১২৫ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা লক্ষ্যমাত্রার ৮১.২১ শতাংশ।
তিনি আরও জানান, নগরীর ৭৬৯টি স্কুলে ১ লাখ ৪৩ হাজার ৫৯০ জন এবং কমিউনিটি পর্যায়ে ৬৭ হাজার ১২৯ জন শিশু নিবন্ধিত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব শিশু টিকার আওতায় আনতে ৩৩টি ওয়ার্ডে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা কাজ করছে।
বিডি-প্রতিদিন/আশফাক