সাতক্ষীরা সীমান্তে পাঁচ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার বিকালে সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। পরে রাতে তাদের সাতক্ষীরা সদর থানায় পাঠানো হয়।
হস্তান্তর হওয়া বাংলাদেশিরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম বিড়ালক্ষ্মী গ্রামের মনিরা পারভীন (৪৭) ও হরিনগর গ্রামের রফিকুল ইসলাম (৪৮), কালিগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের শহিদ আলী (৫৭) ও বেনাদনা গ্রামের রবিউল ইসলাম (৩৫) এবং গড়ুইমহল গ্রামের মাসুম বিল্লাহ (৩০)। তারা অবৈধভাবে ভারতে গিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। বর্তমানে পরিস্থিতি খারাপ হওয়ায় গত রবিবার পশ্চিমবঙ্গের হাকিমপুর বিএসএফ ক্যাম্পে আত্মসমর্পণ করেন তারা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, পরিচয় যাচাই শেষে পাঁচজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।