কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দ্বিতীয়বারের মতো সন্তান বিক্রি করবেন নিশি আক্তার নামে এক মা। রাবেয়া নামে প্রথম সন্তান বিক্রি করেন ৯ মাস বয়সে। এবারের সন্তানের বয়স ২৯ দিন। নাম রাখেননি এখনো। তার দাবি, তাকে খাবার দিতে পারবেন না। তাই বিত্তবান কাউকে দিয়ে দেবেন। সেখানে সন্তান খেয়ে-পরে বেঁচে থাকবে। নিশি আক্তার জানান, নিশির বাবার বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার বাতাখালী গ্রামে। তার বাবার নাম নুরুল ইসলাম। তিনি তিন বোন দুই ভাইয়ের মধ্যে তৃতীয়। বাবার পরিবারের অবস্থাও ভালো নয়। বাবা প্যারালাইজড। স্বামী ইউছুফ মিয়া কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার শাকতলী গ্রামের বাসিন্দা। শ্রীমন্তপুরের ভাড়া বাসায় তারা থাকতেন। মাঝে-মধ্যে এলেও সংসারের খরচ দিতেন না। সম্প্রতি এ নিয়ে কথা কাটাকাটির পর মারধর করে তাকে তিন তালাক বলে চলে যান। বিয়ের কাগজপত্র স্বামী নিয়ে গেছেন। সাত বছর বয়সি বড় মেয়ে রাবেয়াকে এক প্রবাসী পরিবারের কাছে বিক্রি করেন। তারা মেয়েকে নিয়ে বিদেশে থাকেন। মেজো মেয়ে পাঁচ বছরের লামিয়া নানির সঙ্গে লাকসামে থাকেন। দুই বছরের সামিয়া ও ২৯ দিনের একজন তার সঙ্গে রয়েছে। তিনি মানুষের বাসায় কাজ করে সন্তানদের খাওয়ান। চতুর্থ সন্তান হওয়ার পর এখনো কাজে যেতে পারেননি। তিনি বলেন, ভাড়াটিয়া সেলিম মিয়ার পরিবার ভালো। দেড় মাস ধরে খাবার খাওয়াচ্ছেন। বাসা ভাড়াও কয়েক মাস দিতে পারছেন না। ছোট মেয়েটাকে কাউকে দিতে পারলে মেয়ে খেয়ে বেঁচে থাকবে। এ ছাড়া তিনি মেয়ের বাপের রেখে যাওয়া ২০ হাজার টাকার ঋণ পরিশোধ করতে পারবেন।