মেহেরপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী ও শিশুসহ ৩৯ জন বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল গাংনী উপজেলার কাজিপুর সীমান্তের পিলার ১৪৭ সংলগ্ন এ পতাকা বৈঠক হয়।
বৈঠকে ভারতের ১১ বিএসএফের গান্দিনা ক্যাম্পের সহকারী কমান্ডার সুনীল কুমার এবং বিজিবির কাজিপুর বিওপির নায়েব সুবেদার কায়ূম হোসেন ও আসাবুর রহমান, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন এবং গাংনী থানার ওসি বানী ইসরাইল উপস্থিত ছিলেন। সুবেদার কায়ূম হোসেন বলেন, হস্তান্তর হওয়া ব্যক্তিরা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়ে অবস্থান করছিলেন। দেশটির পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে তুলে দেয়। এরপর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। তাদের পরিচয় নিশ্চিত হলে স্বজনদের কাছে পাঠানো হবে।