সিরাজগঞ্জে গরুচোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় পুলিশ আহত অবস্থায় দুজনকে আটক করেছে। রবিবার রাতে সদর উপজেলার পাঁচঠাকুরী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতীর বেরিপোটল গ্রামের রজব মণ্ডলের ছেলে রাশেদুল ইসলাম (৩২) ও সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের আবদুল হাকিমের ছেলে আবদুর রাজ্জাক (৪৩)। আটকরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার বাধাছিরা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ফারুক (৪০) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে বিক্রম (৪০)। এদের কাজীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর নৌ-পুলিশের ওসি মো. রফিকুল ইসলাম জানান, রবিবার বগুড়ার সারিয়াকান্দির চর বাথান থেকে গরু চুরি করে যমুনা নদী দিয়ে নেওয়া হচ্ছে এমন সংবাদ ফোন করে সিরাজগঞ্জের কাজীপুরের লোকজনকে জানানো হয়। বিকালে কাজীপুরের লোকজন যমুনা নদীতে গরুসহ নৌকা দেখতে পেয়ে ধাওয়া দেন। একপর্যায়ে সদর উপজেলার পাঁচঠাকুরী এলাকায় নৌকাসহ চোরেরা ধরা পড়েন। নৌকায় পাঁচজন থাকলেও তিনজন নদীতে ঝাঁপ দেন। স্থানীয়রা দুজনকে আটক করে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান। পরে অসুস্থ অবস্থায় নদী থেকে দুজনকে উদ্ধারের পর আটক করে নৌকাসহ তিনটি গরু নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। আর নিহতদের লাশ সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।