কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পিপুলবাড়িয়া মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতরা রোগীর স্বজনদের ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ বলেন, ডাকাতির বিষয়ে আমরা কিছু জানি না। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি।
স্থানীয় সূত্র জানায়, অ্যাম্বুলেন্সটি দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লিটন নামে এক স্ট্রোকের রোগী নিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে যাচ্ছিল। পথে ডাকাতরা রাস্তায় গাছ ফেলে গতিরোধ করে। এরপর ৫-৬ জন দেশীয় অস্ত্র হাতে অ্যাম্বুলেন্স চালক ও যাত্রীদের জিম্মি করে। রোগীর স্বজন জালাল বলেন, আমাদের সঙ্গে থাকা প্রায় ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাতরা। অ্যাম্বুলেন্সের চালক রতন আহমেদ বলেন, গাড়িতে রোগী ও তার স্বজনসহ চারজন ছিলেন। পিপুলবাড়িয়া মাঠ এলাকায় ডাকাতরা গাড়ি আটকে আমার গলায় অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেয়। যাওয়ার আগে তারা কাউকে কিছু না বলার হুমকি দেয়।