উজান থেকে আসা প্রবল পানি প্রবাহ ও অবিরাম বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের সবকটি নদ-নদীর পানি পুনরায় বৃদ্ধি পাচ্ছে। গত কয়েকদিন ধরে কিছুটা কমলেও শনিবার সকাল থেকে তিস্তা নদীসহ সব নদীর পানি আবারো বৃদ্ধি পেতে শুরু করেছে। ফলে কুড়িগ্রামের নদী তীরবর্তী এলাকার মানুষজন আবারও বন্যার ঝুঁকিতে পড়েছেন।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড শনিবার সন্ধ্যায় জানিয়েছে, কয়েকদিন ধরে তিস্তা ও দুধকুমর নদসহ সব নদীর পানি কিছুটা কমলেও শনিবার সকাল থেকে আবারো উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে। তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার মাত্র ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে দুধকুমর নদীর পাটেশ্বরী পয়েন্টে ২২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার নিচ দিয়ে পানি বইছে। এছাড়াও ধরলা নদীর পানি বাড়ছে এবং ব্রহ্মপুত্র নদীর চিলমারী, নুনখাওয়া ও হাতিয়া পয়েন্টে পানি বেড়েছে, যদিও কিছু কিছু স্থানে পানি স্থির অবস্থায় রয়েছে।
নদীর পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় অনেক ফসল তলিয়ে পড়েছে, যা কৃষকদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সদ্য রোপিত আমন ধান, শাক-সবজি, বেগুনসহ বিভিন্ন ফসল পানিতে ডুবে আছে। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ১,২০০ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা