বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরের ছাতড়া বিলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনকে কেন্দ্র করে এলাকায় মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। আর স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো বিলজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ।
আজ শনিবার বিকাল ৫টায় নিয়ামতপুর উপজেলা বিএনপির সদস্য শামসুদ্দীন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য ইছাহক মণ্ডল। এছাড়া নিয়ামতপুর উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মারুফ খান, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য আলী রেজা, তরিকুল ইসলাম, সাইদুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্রনেতা বিপ্লব আহমেদ, শাকিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানায়, এ ধরনের ব্যতিক্রম আয়োজন যদি নিয়মিত হয় তাহলে মৎস্যজীবীরা আরো উৎসাহিত হবে। সেই সাথে বিলের প্রাকৃতিক সম্পদ রক্ষা পাবে।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বলেন, বিএনপি হচ্ছে দেশের গণমানুষের দল। ২০০৭ সালের ১ নভেম্বর থেকে শুরু করে বর্তমান পর্যন্ত প্রতিটি আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা যে আত্মত্যাগ ও সাহসিকতার পরিচয় দিয়েছেন তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল