জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে যোগ দিলেন সাবেক তারকা ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। হান্নান সরকার দায়িত্ব ছাড়ার পর থেকে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবং আবদুর রাজ্জাককে নিয়েই চলছিল দুই সদস্যের নির্বাচক প্যানেল। সেই শূন্যস্থান পূরণ হলো এবার। যুক্ত করা হলো শান্তকে। গতকাল বিসিবি কার্যালয়ে জরুরি সভা ডেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শান্ত এখন থেকে দলের স্কোয়াড গঠনের কাজে সহযোগিতা করবেন।
এদিকে প্রথমবারের মতো বাংলাদেশ নারী জাতীয় দলের নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক সালমা খাতুন। নারী ক্রিকেটে তাঁর অবদান অনেক। সে অভিজ্ঞতা কাজে লাগাবেন তিনি। নির্বাচক হওয়ায় সালমা সব ধরনের ক্রিকেট ম্যাচ থেকে সরে দাঁড়াবেন। বর্তমানে বিসিবির একমাত্র নির্বাচক হিসেবে নারী দলের সঙ্গে কাজ করছিলেন সাজ্জাদ আহমেদ শিপন। তাঁর সঙ্গে সালমা যুক্ত হওয়ায় নারী দলের নির্বাচক প্যানেলের সংখ্যা বাড়ল।