ভারতের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন এনে প্রথমে প্রতিবেশীদের দিকে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা দলটির ইন্ডিয়ান ওভারসিজ চেয়ারম্যান স্যাম পিত্রোদা।
তিনি জানান, বাংলাদেশ, পাকিস্তান বা নেপাল যখনই যে দেশে সফর করেছেন তখনই নিজের ঘরের মতো মনে হয়েছে। কখনোই বিদেশ বলে অনুভব হয়নি।
পিত্রোদা আরও জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলোতে সহিংসতা ও সন্ত্রাসবাদের সমস্যা থাকা সত্ত্বেও, ভারতকে অবশ্যই পাকিস্তান, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।
ভারতের বার্তা সংস্থা আইএএনএস-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে শুক্রবার তিনি এসব কথা জানান।
স্যাম পিত্রোদা বলেন, আমার অভিমত, ভারতের পররাষ্ট্রনীতিতে প্রথমে আমাদের প্রতিবেশীদের উপর নজর দেওয়া উচিত। আমরা কি সত্যিই আমাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারি? প্রতিবেশী দেশগুলো হয়তো খুবই ছোট, কিন্তু সকলেই আমাদের সহায়তা করেছে। তারা সকলেই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তাই তাদের সঙ্গে লড়াই করার কোনও প্রয়োজন নেই। অবশ্যই ওই দেশগুলোতে সহিংসতা এবং সন্ত্রাসবাদের সমস্যা রয়েছে, কিন্তু দিনের শেষে ওই প্রতিবেশী দেশগুলোতেও একটা সাধারণ জিন পুল রয়েছে।
দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোতে সফর নিয়ে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও মনমোহন সিংয়ের উপদেষ্টা পিত্রোদা আরও বলেন, আমি পাকিস্তানে গিয়েছি এবং আমাকে বলতেই হবে যে আমি আমার নিজের ঘরের মতো অনুভব করেছি। আমি বাংলাদেশে গিয়েছি, আমি নেপালে গিয়েছি। সেখানেও আমার নিজের ঘরের মতো অনুভব করছি। আমার মনে হয় না যে আমি কোনও বিদেশি রাষ্ট্রে আছি। ওরা দেখতে আমার মতো, ওরা আমার মতো কথা বলে, ওরা আমার গান পছন্দ করে, ওরা আমার খাবার খায়। আমাদের অবশ্যই ওদের সঙ্গে শান্তি ও সম্প্রীতির বসবাস করতে শিখতে হবে।
প্রসঙ্গত, এক বছরের মধ্যে বাংলাদেশ ও নেপালে ছাত্র ও জনতার অভ্যুত্থানের মুখে পড়ে শাসকদলের পতন ঘটেছে। অন্যদিকে পাকিস্তানে ২০২২ সালে প্রধানমন্ত্রী পদ থেকে ইমরান খানের পতনের পর একের পর এক সহিংসতার ঘটনা ঘটেছে।
বিডি প্রতিদিন/আরাফাত