নয়াদিল্লিতে প্রথমবারের মতো বাংলাদেশ হাইকমিশন ঢাকাই জামদানি শাড়ির প্রদর্শনী করছে। গত ১৯ সেপ্টেম্বর থেকে জাতীয় কারুশিল্প জাদুঘরে এ প্রদর্শনী শুরু হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রদর্শনী চলবে।
ভারতের বিখ্যাত কারুশিল্প ও বস্ত্রশিল্প পুনর্জাগরণ বিশেষজ্ঞ চন্দ্রশেখর ভেড়ার তত্ত্বাবধানে এই জামদানি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনী উদ্বোধনীতে ভারতের বিশিষ্ট ডিজাইনাররা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন পদ্মশ্রী নাগরিক সম্মান প্রাপ্ত সুনিতা কোহলি, বিশিষ্ট চিত্র পরিচালক ও ডিজাইনার মুজ্জাফফার আলী, বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, বাংলাদেশের পুরস্কারপ্রাপ্ত দুই জামদানি শিল্পী মুহাম্মদ জামাল হোসেন ও মুহাম্মদ সজীব।