কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্দিষ্ট পোশাকবিধি নির্ধারণ করে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংকে মানবসম্পদ বিভাগ। এতে অফিসে পেশাদার ও শালীন পোশাক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। নারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ ও ওড়না অথবা অন্যান্য শালীন ও পেশাদার পোশাক পরার নির্দেশনা দেওয়া হয়েছে। শর্ট স্লিভ বা ছোট দৈর্ঘ্যরে পোশাক এবং লেগিংস পরা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ ছাড়া বাধ্যতামূলক না হলেও যারা পরেন, তাদের সাদামাটা রঙের হিজাব পরতে বলা হয়েছে। এতে হাইহিলের পরিবর্তে ফরমাল স্যান্ডেল বা জুতা পরিধানের বিষয়েও নির্দেশনা রয়েছে।
২১ জুলাই থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে। পুরুষদের ক্ষেত্রে ফরমাল শার্ট (লম্বা বা হাফ হাতা), ফরমাল প্যান্ট এবং ফরমাল জুতা পরিধানের নির্দেশ দেওয়া হয়েছে। জিনস ও গ্যাবার্ডিন প্যান্ট পরা নিষিদ্ধ করা হয়েছে।
এই পোশাকবিধি মানা না হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। এ ছাড়া এ নির্দেশনাগুলোর বাস্তবায়ন ও পর্যবেক্ষণ করবেন প্রতিটি বিভাগে একজন কর্মকর্তা মনোনীত থাকবেন, কোনো ব্যত্যয় হলে তিনি বিভাগীয় প্রধানকে অবহিত করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবস্থা নেবেন।