খুলনার রূপসায় স্ত্রীর পরকীয়ার জেরে আবদার শেখ (৪৫) নামে এক প্রতিবেশীকে কুপিয়ে হত্যা করেছেন মণি শেখ (৪৫)। বৃহস্পতিবার রাতে উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মণি শেখের স্ত্রী তানজিলা বেগম (৩৫) দীর্ঘদিন ধরে প্রতিবেশী আবদার শেখের সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন। ঘটনার রাতে মণি শেখ বাড়ি ফিরে ঘরের ভিতর তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান। ক্ষিপ্ত হয়ে তিনি ধারালো দা দিয়ে আবদার শেখকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। পরে লাশটি বস্তাবন্দি করে বাড়ির পাশের একটি গর্তে ফেলে দেন। এ সময় স্ত্রী তানজিলাকেও কুপিয়ে আহত করেন মনি শেখ। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামি মনি শেখকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।