পবিত্র ঈদুল আজহায় বাড়িফেরা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিটের চাপ বাড়তে পারে আজ। বিক্রি করা হবে ৩ জুনের টিকিট। গত কয়েক দিন টিকিটের খুব বেশি যাত্রী চাহিদা না থাকায় আগ্রহীরা অনেকটা স্বাচ্ছন্দ্যেই টিকিট সংগ্রহ করেছেন। ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে; ৫ জুনের টিকিট বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে।
সরকারি-বেসরকারি অফিসে ছুটি শুরু হবে ৫ জুন। সে হিসেবে ২৬ ও ২৭ মে টিকিটের চাপ থাকবে খুব বেশি। তবে শিডিউল বিপর্যয় আর ভোগান্তির আশঙ্কায় অনেকেই ছুটি শুরুর আগেই পরিবার-পরিজনকে পাঠিয়ে দেবেন। ট্রেনের টিকিট বিক্রির দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান সহজের ডিরেক্টর (টিকিট) শাকিল জাওয়াদ রহিম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঈদ উপলক্ষে ট্রেনের টিকিটের জন্য এখনো খুব বেশি চাপ শুরু হয়নি। শনিবার (আজ) থেকে এ চাপ বাড়বে। এদিকে গত ১৬ মে থেকে ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। কাউন্টারের পাশাপাশি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকেও টিকিট কিনতে পারছেন যাত্রীরা। বাসের টিকিটেও ৩, ৪ ও ৫ জুনের যাত্রার জন্য অগ্রিম টিকিটের চাহিদা সবচেয়ে বেশি বলে জানা গেছে।