নোয়াখালীতে ছুরিকাঘাতে আবুল হোসেন রাফি (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে, বিকালে সদর উপজেলার চাঁন মিয়ার মোড় এলাকার একটি চা দোকানে তাকে ছুরিকাঘাত করা হয়। রাফি ওই এলাকার আজাদের ছেলে। স্থানীয় পল্লি চিকিৎসক শাহীনের (৬০) ছুরিকাঘাতে রাফি নিহত হয়েছেন বলে জানিয়েছে তার বন্ধু। ঘটনার পর থেকে অভিযুক্ত পল্লি চিকিৎসক শাহীন পলাতক।
নিহত রাফির বন্ধু সায়েম বলেন, বিকালে অশ্বদিয়া সোলেমান উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় আঘাত পেয়ে আমার বন্ধু রুমনের ঠোঁট ফেটে যায়। তাকে চিকিৎসার জন্য শাহীনের কাছে নেওয়া হয়। তিনি চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করলে রাফিসহ কয়েকজনের সঙ্গে বাগবিতন্ডা হয়। তখন রাফির সঙ্গে পল্লি চিকিৎসক শাহীনের হাতাহাতি হয়। একপর্যায়ে তিনি চা দোকানে থাকা ছুরি দিয়ে রাফির গলার নিচের ধমনি কেটে দেন। স্থানীয়রা রাফিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। সুধারাম থানার ওসি কামরুল ইসলাম বলেন, ‘নিহতের স্বজনরা বিষয়টি আমাকে জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’