রাজধানীর মুগদা ও খিলগাঁওয়ে পৃথক ঘটনায় চার কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
খিলগাঁও থানার এসআই ইলিয়াস মাহমুদ জানান, সকাল ১০টায় ১৫ বছরের কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি ঢামেকে নিয়ে আসেন। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ২১২-তে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে ওসিসিতে পাঠানো মুগদা থানার এসআই তৌহিদুল ইসলাম জানান, তিনি বেলা ১১টায় ধর্ষণের শিকার ১৫ বছরের আরেক কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে নিয়ে আসেন। ঢামেক সূত্র জানায়, অন্য ঘটনায় মুগদা থানার এসআই শাফায়েত গতকাল বেলা পৌনে ১২টায় ১৩ বছরের এক কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে নিয়ে আসেন। পরে ওই কিশোরীকেও ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। আরেক ঘটনায় মুগদা থানার এসআই আল আমিন বেলা পৌনে ১২টায় ১২ বছরের এক কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসেন। ঢামেক ওসিসির সমন্বয়ক ডা. সাবিনা ইয়াসমিন বলেন, শারীরিক পরীক্ষা শেষে আমাদের ওসিসিতে কিশোরীদের রিসিভ করা শুরু করেছি।