আসন্ন ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ ছুটি পাচ্ছেন। ঈদের টানা পাঁচ দিন সরকারি ছুটির সঙ্গে এবার আগে ও পরে মিলছে স্বাধীনতা দিবস, শবেকদর ও সাপ্তাহিক ছুটি। ঈদ উপলক্ষে এবারই প্রথম পাঁচ দিনের ছুটি দিচ্ছে অন্তর্বর্তী সরকার। সবকিছু মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ কেটে যাবে ছুটির মধ্যেই।
প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছাড়বেন অসংখ্য মানুষ। চাঁদ দেখা সাপেক্ষে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী ৩১ মার্চ (সোমবার)। ৩১ মার্চ ঈদুল ফিতর ধরে ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। ছুটি মূলত শুরু হচ্ছে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন। এরপরের দিন ২৭ মার্চ এক দিন অফিস খোলা থাকলেও অফিস ঢিলেঢালা হবে মনে করা হচ্ছে। পরদিন ২৮ মার্চ (শুক্রবার) শবেকদরের ছুটি। ২৯ মার্চ শনিবার থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি। টানা পাঁচ দিনের ছুটি (২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) থাকবে ২ এপ্রিল পর্যন্ত। এরপর মাঝখানে একদিন (৩ এপ্রিল, বৃহস্পতিবার) অফিস খোলার পর আবার ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) দুই দিনের সাপ্তাহিক ছুটি। ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে মাত্র দুই দিন অফিস খোলা। সেই দুই দিন অফিস স্বাভাবিক কার্যক্রম হওয়া নিয়ে রয়েছে ধোঁয়াশা।