নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের চরশুকতাইল গ্রামে সৌদি প্রবাসী এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত প্রবাসীর নাম আকরাম শেখ (৪৪)। তিনি চরশুকতাইল গ্রামের হেকমত শেখের ছেলে। বুধবার (১২ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী আকরাম শেখ মাস খানেক আগে বিদেশ থেকে বাড়িতে আসেন। জমিজমা ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে নিহত আকরামের বাবা হেকমতের সঙ্গে একই গ্রামের আনসার জমাদ্দারের দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। বুধবার ইফতারের পরে আকরাম শেখ স্থানীয় একটি দোকানে গেলে অতর্কিত আনসার জমাদ্দারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গতকাল সেখানে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।