কক্সবাজারের টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন অপহরণকারীকে আটক করেছে। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র ও সাতটি গুলি।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, শুক্রবার মধ্যরাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালুখালী নামক এলাকায় এ অভিযান চালানো হয়েছে। আটক হেলাল উদ্দিন একই এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রপাচারসহ নানা অভিযোগে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে। উদ্ধার হওয়া আরেফুল ইসলাম শুভ নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বাসিন্দা। ৩ মার্চ নরসিংদী থেকে কাজের সন্ধানে টেকনাফের বাসিন্দা জনৈক মজিবের কাছে আসেন। কিন্তু মজিব তাকে কাজ না দিয়ে হেলাল উদ্দিনের আস্তানায় একটি ঘরে তালাবদ্ধ করে রাখে। চক্রটি অপহৃত ব্যক্তির পরিবারের কাছে ২ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে আসছিল।
গিয়াস উদ্দিন বলেন, শুক্রবার মধ্যরাতে টেকনাফের হোয়াইক্যংয়ের একটি গোপন আস্তানায় নৌবাহিনী ও পুলিশের একটি যৌথ দল অভিযান চালায়। এ সময় ধাওয়া দিয়ে অপহরণ চক্রের মূল হোতা এবং মাদক ও অস্ত্র কারবারি হেলাল উদ্দিনকে তার দুই সহযোগীসহ আটক করা হয়। পরে তার বাসা থেকে অপহরণের শিকার নরসিংদীর মনোহরদী উপজেলার বাসিন্দা আরেফুল ইসলাম নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে হেলাল উদ্দিনের বসতঘর-সংলগ্ন এলাকায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় দেশে তৈরি চারটি বন্দুক এবং সাতটি গুলি উদ্ধার করা হয়।