আসন্ন ঈদ উপলক্ষে পাঁচটি নতুন গান নিয়ে শ্রোতাদের মাঝে হাজির হচ্ছেন ক্লোজআপ ওয়ান তারকা সঙ্গীত শিল্পী এইচ এম রানা। ইতোমধ্যে গানগুলোর মধ্যে দুটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
গানগুলোর শিরোনাম যথাক্রমে- ‘কবিতা তুমি’, ‘ভাগ্য যারে জাপটে ধরে’, ‘ফিরায়ে দেয়ার বেদনা’, ‘নীল খামে চিঠি’ এবং ‘ভাবছো তোমায় যাব ভুলে’।
সবকটি গানের কথা লিখেছেন গীতিকবি গোলাম মুর্শেদ। সুর ও সংগীত পরিচালনা করেছেন রানা নিজেই। গানগুলোর সংগীতায়োজনে কাজ করছেন শহীদ ও রাজীব।
এই প্রসঙ্গে রানা বলেন, “দীর্ঘ আঠারো বছর আগে ‘ক্লোজআপ ওয়ান’-এর মঞ্চে গোলাম মুর্শেদ ভাইয়ের লেখা ‘দুঃখ’ গানটি গেয়েছিলাম, যা তুমুল জনপ্রিয়তা পেয়েছিলো। এত বছর পর উনার মতো একজন জীবন্ত কিংবদন্তির সঙ্গে আবারও কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য এক বিশাল সৌভাগ্যের বিষয়।”
পাঁচটি গানই ঈদ উপলক্ষে ‘গান জানালা’ প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে প্রকাশিত হবে।
বিডি প্রতিদিন/মুসা