সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে খুন হওয়া যুবকের লাশ এখনো ফেরত দেয়নি বিএসএফ। তবে তার লাশ ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কানাইঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে ভারতীয় খাসিয়াদের আঘাতে খুন হন বাংলাদেশি যুবক শাহেদ মিয়া (২৫)। তিনি কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে।
কানাইঘাট থানার ওসি আবদুল আউয়াল বলেন, ‘লাশ এখনো ফেরত পাওয়া যায়নি। তবে দুই দেশের সংশ্লিষ্টদের মধ্যে লাশ ফেরতের বিষয়ে আলোচনা চলছে। ভারতের বিএসএফ ও পুলিশ লাশ নিয়ে সীমান্তে এলে আমরা গিয়ে নিয়ে আসব।’
এর আগে বিজিবি জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে কানাইঘাট সীমান্ত দিয়ে শাহেদ মিয়া অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। একপর্যায়ে সেখানকার স্থানীয় চোরাকারবারি খাসিয়াদের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হন। এ সময় খাসিয়াদের আঘাতে তার মৃত্যু হয়। বিষয়টি পরে বিজিবি অবগত করে বিএসএফকে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, লাশ দেশে আনতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া এ ঘটনায় জড়িত ভারতীয় খাসিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিএসএফ।