বেতন-ভাতা ও ওভারটাইম ডিউটির পাওনা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন গেন্ডার ডাইনামিক সোয়েটার কারখানার শ্রমিকরা। গতকাল সকাল ১০টা থেকে অবস্থান করায় মহাসড়কের উভয় পাশে যানচলাচল দুই ঘণ্টা বন্ধ থাকে। এ সময় কয়েক কিলোমিটার এলাকারজুড়ে যানজট সৃষ্টি হয়। এতে সড়ক ব্যবহারকারীরা চরম দুর্ভোগে পড়েন।
শিল্পপুলিশ জানায়, বিভিন্ন দাবিতে সকাল ১০টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকা অবরোধ করে রাখেন গেন্ডার ডাইনামিক সোয়েটার কারখানার প্রায় ৩ হাজার শ্রমিক। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা শ্রমিকদের বোঝানোর চেষ্টা করেন। পরে ২৪ ঘণ্টার মধ্যে মালিকপক্ষ বিক্ষোভকারী শ্রমিকদের সঙ্গে দেখা করবেন- এমন আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। বিক্ষোভকারী শ্রমিকরা বলেন, বেতন-ভাতা এবং গত ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্ররুয়ারির ওভারটাইম ডিউটির পাওনা আমরা এখনো পাইনি। বকেয়া পরিশোধের জন্য কয়েক দফা সময় নিয়েও মালিকপক্ষ তা পরিশোধ করেনি। রবিবার ইফতারের পর শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলেও ইফতারের পর কারখানা থেকে বেরিয়ে যায় মালিকপক্ষ। সকালে দেখা যায় কারখানা তালাবদ্ধ। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। কারখানার শ্রমিক রুমা আক্তার বলেন, মালিকপক্ষ কয়েক দফায় আশ্বাস দিয়েও টাকা দেয়নি। টাকা দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ টাকা না দিয়ে তালা লাগিয়ে পালিয়ে যায়। ফলে তারা বিক্ষোভ শুরু করেন। সেনাবাহিনীর এমন আশ্বাসে তারা সড়ক ছেড়েছেন। ২৪ ঘণ্টার মধ্যে মালিকপক্ষকে আনার কথা দিলে সড়ক অবরোধ তুলে নেয়। সাভারের শিল্প পুলিশের সুপার মমিনুল ইসলাম বলেন, বকেয়া বেতনের দাবিতে দুটি পোশাক কারখানার শ্রমিক সড়ক অবরোধ করেন। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে হতে না পারে সেই লক্ষ্যে পুলিশ প্রস্তুত ছিল। পরে সেনাবাহিনীর আশ্বাসে শ্রমিকরা সড়ক থেকে সরে যায়। এদিকে জানুয়ারি ও ফেব্রুয়ারির বেতন এবং তিন মাসের ওভারটাইম ডিউটির পাওনা পরিশোধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রতীক অ্যাপারেলস লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। রবিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে সাভারের উলাইল এলাকায় এই মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে।
ছাঁটাইয়ের প্রতিবাদে কেয়া গ্রুপের কারখানা শ্রমিকদের বিক্ষোভ : বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকার কেয়া গ্রুপের নিট কম্পোজিট ডিভিশন ও এমপি সোয়েটারস লিমিটেড কারখানার ছাঁটাই করা শ্রমিকরা। বকেয়া পাওনা পরিশোধ, বন্ধ কারখানা চালু ও চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে গতকাল সকালে কারখানার সামনে বিক্ষোভ করেন তারা। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকরা জানান, গত ২ জানুয়ারি বাজার অস্থিতিশীলতা, ব্যাংকের সঙ্গে হিসাবের অমিল, কাঁচামাল অপর্যাপ্ততা ও কারখানার উৎপাদন কার্যক্রমের অপ্রতুলতার কারণে জরুন এলাকার কেয়া গ্রুপের চারটি কারখানা ১ মে থেকে স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। গতকাল সকালে কারখানার ফটকে ২ হাজার ২০৩ জন শ্রমিক ছাঁটাইয়ের একটি নোটিস টাঙিয়ে দেয়। শ্রমিকরা কাজে যোগ দিতে এসে ওই নোটিস দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠের। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
কেয়া গ্রুপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন বলেন, গত ৩১ ডিসেম্বর বিজ্ঞপ্তির মাধ্যমে কেয়া কসমেটিকস লিমিটেড (নিট কম্পোজিট ডিভিশন), এমপি সোয়েটারস লিমিটেড ১২০ দিনের নোটিস প্রদান করে ১ মে থেকে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু ব্যাংকিং জটিলতা নিরসন না হওয়ায় ২ মাস আগেই ১ মার্চ থেকে ওই শ্রমিকদের স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হয়। তাদের পাওনাদি অব্যাহতির পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে প্রদান করা হবে।