১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এবারও ১ মিনিট ব্ল্যাকআউট পালন করা হবে। ঐতিহাসিক কালরাতের স্মরণে ওইদিন রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত ১ মিনিট সারা দেশে প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে। ফলে ১ মিনিট অন্ধকারে থাকবে সারা দেশ। এ রাতে কোনো ভবন বা স্থাপনায় কোনো অবস্থায়ই আলোকসজ্জা করা যাবে না। তবে কেপিআই ও জরুরি স্থাপনা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। গত বছর রাত ১১টা থেকে ১১টা ১ মিনিট পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়েছিল।
সম্প্রতি ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নসংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম।