রাজধানীর বনশ্রীতে গুলি করে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ারকে প্রাণনাশের চেষ্টা ও স্বর্ণ লুটের ঘটনায় কাউকে গ্রেপ্তার না করার প্রতিবাদে সড়কে অবস্থান করে বিক্ষোভ করেছেন স্বজন ও ব্যবসায়ীরা। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বনশ্রী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জুয়েলারি মালিক সমিতির সদস্যরা। তাঁরা খিলগাঁও, সবুজবাগ, রামপুরা ও শাহজাহানপুর এলাকার জুয়েলারি মালিক সমিতির সদস্য। বিভিন্ন ব্যানারে তাঁরা একত্রিত হয়ে এ বিক্ষোভ করেন। ফলে অল্প সময়ের জন্য বনশ্রী এলাকায় সড়কে যান চলাচলে ধীরগতি দেখা গেছে। সড়ক অবরোধে অংশ নেওয়া ব্যবসায়ীরা বলেন, আগামী শনিবারের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। লুট করা স্বর্ণ উদ্ধার করতে হবে। তা না হলে আগামী সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করা হবে।
বিক্ষোভকারীরা বলেন, যারা ঘটনা ঘটিয়েছে, তাদের মোটরসাইকেলের নম্বর প্লেট থাকলেও ধরতে পারছে না কেউ। সন্ত্রাসীদের চাঁদা দেওয়া বন্ধ করায় এমন হামলার ঘটনা ঘটেছে। টাকা পাঠানোর মেসেজ চেক করলেই আসামি ধরা যায়। ঘটনার পর এত সময় পার হলেও এখনো আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাঁরা বলেন, হামলাকারীদের গ্রেপ্তার করতে পুলিশ ব্যর্থ হয়েছে। এ এলাকার ব্যবসায়ীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদারের দাবি জানান তাঁরা। এ বিষয়ে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ব্যবসায়ীরা সকালে ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন। আমরা হামলায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।