নিরাপত্তার কারণে স্থগিত করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত উন্মুক্ত কনসার্ট ‘রিবিল্ডিং দ্য নেশন’। আজ রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে এ কনসার্ট হওয়ার কথা ছিল। পবিত্র ঈদুল ফিতরের পর এ কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকরা। গতকাল এক বিজ্ঞপ্তিতে কনসার্ট স্থগিতের বিষয়ে আয়োজকরা বলেন, ‘নিরাপত্তা ইস্যুতেই এমন সিদ্ধান্ত। সবকিছু তৈরি ছিল, কিন্তু আমরা কোনো ঝুঁকি নিতে চাইছি না।
দর্শক, কনসার্টের পারফরমার ও সংশ্লিষ্টদের নিরাপত্তাই সর্বাগ্রে।’ এ কনসার্টের প্রধান আকর্ষণ ছিলেন নগরবাউল জেমস। তালিকায় আরও ছিল জনপ্রিয় ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল। সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানও গাইবেন বলেও জানানো হয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছিল, বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে রিবিল্ডিং দ্য নেশন।