এবার আরেকটি নির্বাহী আদেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ফেডারেল ট্রেড কমিশন, ফেডারেল কমিউনিকেশন্স কমিশন এবং ন্যাশনাল লেবার রিলেশন্স বোর্ডকে নিজের একক নিয়ন্ত্রণে নিয়েছেন। এ বিষয়ে গত মঙ্গলবার তিনি নির্বাহী আদেশ জারি করেন।
এর আগে এক নির্বাহী আদেশে ডোনাল্ড ট্রাম্প বিচার বিভাগ থেকে জো বাইডেনের অনুসারী হিসেবে চিহ্নিত অ্যাটর্নিদেরও বরখাস্ত করেন। এ বিষয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেন, গত চার বছর বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়েছিল- যা আগে কখনোই দেখা যায়নি। এজন্যই আমি বিচার বিভাগকে নির্দেশ দিয়েছি বাইডেন আমলে নিয়োজিত অবশিষ্ট সব ইউএস অ্যাটর্নিকে টার্মিনেশন করতে। কারণ, আমাদের অবশ্যই শিগগির ‘ক্লিন হাউস’ করতে হবে, জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হবে, আমেরিকার স্বর্ণযুগে অবশ্যই সুষ্ঠু বিচারব্যবস্থা থাকতে হবে- যা আজ শুরু হলো।