পশ্চিমবঙ্গসহ ভারতের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন-২০২৫ (এসআইআর)। বাকি রাজ্যগুলো হলো- আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, গোয়া, পদুচেরি, ছত্তিশগড়, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, লাক্ষ্মাদ্বীপ, রাজস্থান এবং তামিলনাড়ু। এর মধ্যে আগামী বছর পশ্চিমবঙ্গ, কেরালা, পদুচেরি এবং তামিলনাড়ু রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটার তালিকা নিয়ে দেশজুড়ে বিতর্কের মধ্যেই দ্বিতীয় পর্বে রাজ্যগুলোতে এসআইআর শুরুর দিনক্ষণ ঘোষণা করেছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন। গতকাল দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সম্প্রতি প্রথম পর্বে দেশটির বিহার রাজ্যে এসআইআর-এর মাধ্যমে ভোটার তালিকা সংশোধন করা হয়। এতে তালিকা থেকে বাদ যায় কয়েক লাখ ভুয়া ভোটারের নাম। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত তালিকা অনুযায়ী মোট ভোটারের সংখ্যা প্রায় ৭ কোটি ৪২ লাখ। ৬ এবং ৯ নভেম্বর দুই দফায় এ রাজ্যটিতে বিধানসভার ভোট নেওয়া হবে।