আফগানিস্তানের মিডিয়া সাপোর্ট অর্গানাইজেশন পাকিস্তানের ইসলামাবাদে সাংবাদিক মোহাম্মদ আগা সাইলানির আটককে সংবাদমাধ্যমের স্বাধীনতার গুরুতর লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়ে অবিলম্বে ও শর্তহীনভাবে তার মুক্তির দাবি জানিয়েছে। খবর খামা প্রেস। সংগঠনটি জানায় পাকিস্তানি পুলিশ ইসলামাবাদের ফয়সাল টাউন এলাকায় সাইলানিকে আটক করেছে এবং তাকে আফগানিস্তানে ফেরত পাঠানোর আশঙ্কা তৈরি হয়েছে। যদিও পাকিস্তান এখনো তার আটকের কারণ ব্যাখ্যা দেয়নি।
সংগঠনটির বিবৃতিতে বলা হয়, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক শরণার্থী সনদের পরিপন্থি এবং পাকিস্তানে বসবাসরত আফগান সাংবাদিকদের জীবনের জন্য হুমকি সৃষ্টি করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে পাকিস্তানি পুলিশ আফগান শরণার্থীদের, বিশেষত সাংবাদিকদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে।